দ্য আজাদ স্টাফ
ভারতের দিল্লিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে মুসলিমদের ওপর শুরু হওয়া হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। জ্বালিয়ে দেওয়া হয়েছে মসজিদসহ মুসলমানদের বাড়িঘর, দোকানপাট।
দিল্লি হামলার সেই দৃশ্য কতটা বর্বোরচিত ছিল তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সহিংসতার শিকার ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রত্যক্ষদর্শী অনেকের কাছে জানা গেছে সেই সময়ের ভয়াবহ পরিস্থিতির কথা।
২৪ ফেব্রুয়ারি দাঙ্গা চলাকালীন কাপড় বিক্রেতা ইমরান খান অন্যান্য দিনের মতো কাপড় বিক্রি করে হেঁটে বাড়িতে ফিরছিলেন। ওই সময় হামলাকারীদের কয়েকজন তাকে থামিয়ে নাম জিজ্ঞেস করে। পরে তার নাম শুনে মুসলিম বুঝতে পেরে এক ডজনেরও বেশি লোক তাকে রড, হাতুরি আর লাঠি দিয়ে পেটাতে থাকে।