দ্য আজাদ স্টাফ
দ্য আজাদ অনলাইন
আমাদের ওপর হামলা শুধু সরকারের নিজস্ব চিন্তা-ভাবনা নয়, আমাদের মেরে ফেলতে তাদের (মুক্তিযুদ্ধ মঞ্চ) বাইরে থেকে প্ল্যান দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, আমাদের সর্বশেষ হামলাটা ছিল মেরে ফেলার উদ্দেশ্যে। যাতে সারাদেশের মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন।
ভিপি নুর বলেন, কাউকে ডাকসুর ছাদ থেকে ফেলে দিয়েছে, রুম থেকে টেনে টেনে নামিয়ে পিটিয়েছে। ওপরের ব্যাকআপ ছাড়া এটা কখনও সম্ভব না। ওপর থেকে তাদের বলছে, ‘তোমরা চালাও’। আওয়ামী লীগের এ স্বৈরাচারী প্ল্যানের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’
তিনি আরও বলেন, আমরা শুধু সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমরা পেঁয়াজের মূল্য নিয়ে কথা বলি, কৃষক ধানের মূল্য না পেলে কৃষকের সন্তান হিসেবে কথা বলি, যখন দেশে আইনের শাসন থাকে না কথা বলি, রিফাত, নুসরাত হত্যার প্রতিবাদ করি। কিন্তু সরকার মনে করে, আমরা তাদের শুধু দুঃশাসনটা তুলে ধরি। তাই তারা আমাদের মেরে ফেলার চেষ্টা করছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমাদের সংগঠনের প্রত্যেকটি নেতা ও তার পরিবারকে গোয়েন্দা সংস্থার লোকজন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তাদের উদ্দেশ্য হলো, আমাদের থামিয়ে দেয়া। এখনকার উদ্দেশ্য আমাকে মেরে ফেলা। আমার ওপর নয়বার হামলা হয়েছে। একটিরও বিচার হয়নি। কারণ প্রতিটা ঘটনা সরকারের উচ্চপর্যায় থেকে প্ল্যান দেয়া হয়েছে। তা না হলে প্রকাশ্যে হামলার বিচার পেলাম না কেন?
তিনি আরও বলেন, ‘আমরা যতদিন বেঁচে আছি, দেশের আওয়ামী দুঃশাসন, বিচার বিভাগ ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েমের বিরুদ্ধে কথা বলব। সাময়িকভাবে আমরা হয়তো বিপর্যস্ত হয়েছি, তবে আন্দোলন থামবে না। আমরা থামব না। আগের চেয়ে আরও দ্বিগুণ গতিতে এগিয়ে চলব। প্রতিবার হামলার পর আমরা আমাদের গতি দেখিয়েছি, ভবিষ্যতেও দেখাব।’
উল্লেখ্য, গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে সেখানে মোট পাঁচজন চিকিৎসাধীন। তারা হচ্ছেন- ভিপি নুর, সোহেল, আমিনুল, ফারুক ও ফারাবী। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম নাসির উদ্দিন মঙ্গলবার তাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তারা শঙ্কামুক্ত। সবার অবস্থারই উন্নতি হয়েছে।উৎস ইনসাফ