দ্য আজাদ স্টাফ
আমরা দীর্ঘদিন জাইন্যা আসছি, এই ছবিটা পাকিস্তানি আর্মির। সে লুঙ্গী খুইল্যা চেক করতেছে ধৃত লোকটা হিন্দু নাকি মুসলমান। কেউ কেউ আবার এই ছবির ক্যাপশনে কাব্য ফলাইতো “হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন” বইল্যা। ম্যালা জায়গায় এখনো এই ছবিটা পাইবেন পাকিস্তানি আর্মি বইল্যা।
আসলে এই ছবিটা ইণ্ডিয়ান আর্মির। ছবিটা তুলছে কিশোর পারেখ আর ছবিটা ছাপা হইছিল বাংলাদেশ এ ব্রুটাল বার্থ বইয়ে। লোকটা রাজাকার সন্দেহে ধৃত আর ইন্ডিয়ান আর্মি চেক করতেছে তার লুঙ্গীর ভিতরে অস্ত্র আছে কিনা? এই ছবিটার মিথ ভাংছে ২০১৩ সালে। চিন্তা কইর্যা দেখেন, কেউ বুঝে নাই এতোদিন। তাইলে কি হেরা ইণ্ডিয়ান আর্মি বা পাকিস্তানি আর্মি কোনটাই দেখে নাই? দুই আর্মির তো ড্রেসই আলাদা।
এইরকম ম্যালা ভেজাল ছবি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ঢুইক্যা আছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিলপত্রের মতো আমাদের একটা মুক্তিযুদ্ধের পিয়ার রিভিউড আর্কাইভ দরকার। যেই জায়গায় মুক্তিযুদ্ধের অথেন্টিক ছবি পাওয়া যাইবে। ছবিটা কে তুলছে, কীভাবে তুলছে, কখন তুলছে, ছবিতে কাদের দেখা যাইতেছে এইসব থাকবে।
একটা জাতির রক্তাক্ত রাষ্ট্র বিপ্লবের ইতিহাসে কোন জঞ্জাল থাকা কাম্য নয়।
Bangladesh a brutal birth বইটার পিডিএফ এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বইটার ২২ পৃষ্ঠায় ছবিটা ও বর্ণণা আছে http://bit.ly/2zsTeco
Pinaki Bhattacharya Facebook থেকে নেওয়া