দ্য আজাদ স্টাফ
আসিফ নজরুল বলেছেন, ১৪ ডিসেম্বর শুধু বুদ্ধিজীবী নয় বুদ্ধিচর্চারও হত্যাদিবস
যুদ্ধ হলে মানুষ মারা যায়, অত্যাচারিত হয়, ঘর হারায়। কিন্তু যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে একদিনে মেরে ফেলা হয়েছে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের-এ নজীর বিশ্বে আর কোথাও নেই। ১৪ ডিসেম্বর হত্যাকাণ্ডের বর্বরতা অতুলনীয়।
১৪ ডিসেম্বর শুধু বুদ্ধিজীবী হত্যা দিবসও না। এদিন অনাগত বাংলাদেশে বুদ্ধিচর্চারও হত্যাদিবস। এর মাসুল আজো বয়ে চলেছি আমরা। শহীদ বুদ্ধিজীবীদের অসীম শ্রদ্ধা।
তাদের ধারন করার শ্রেষ্ঠ পথ হচ্ছে স্বাধীন চিন্তা, মুক্ত মননশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র গড়ে তোলা। এমন রাষ্ট্র যেন গড়ে তুলতে পারি আমরা একদিন।