দ্য আজাদ স্টাফ
উনারা কি খালেদাকে জেলে রেখে মেরে ফেলতে চান : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুদিন পর পর একটা গৃহপালিত মেডিকেল বোর্ড হয়। সেই বোর্ড কী বলে তা আমরা বুঝে উঠতে পারি না। যা বলা হয় তা অত্যন্ত ভীতিকর। একজন বলেন, ‘অবস্থা মোটামুটি ভালো, তবে হায়াত মউত আল্লাহর হাতে’। তারা একেক সময় একেক তথ্য দেন। উনারা কি দেশনেত্রীকে জেলের ভেতরে রেখে মেরে ফেলতে চান?
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
যুবদল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি ভুলে গেছেন ৯০ এর আগে এই যুবদল নেতৃত্ব দিয়ে এরশাদকে পরাজিত করেছিল। আজকে তারেক রহমানের জন্মবার্ষিকীতে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যুবদলের ঐতিহ্য ফিরিয়ে আনুন, এই দেশকে স্বাধীন-স্বার্বভৌম থাকতে সাহায্য করুন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বিডি প্রতিদিন