দ্য আজাদ স্টাফ
এই শিষ্টাচার ও নির্মমতার শেষ কোথায়??
হাতকড়া পরে বাবার জানাযাতে বিএনপি নেতা।
বাগেরহাট জেলার শরনখোলায় উপজেলার ধানসাগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদ ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্ত হয়ে পিতার জানাজায় শরীক হন।
গতকাল ৩ টায় আসাদুজ্জামান আসাদ তার পিতার জানাজায় মাত্র ৬ ঘন্টা প্যারোলে মুক্ত হয়ে অংশ গ্রহণ করেন।
এমন হাজারো বিএনপি নেতাকর্মী আপন মানুষগুলিকে জেল থেকেই শেষ বিদায় দিয়েছে।