দ্য আজাদ স্টাফ
এটাই বোধহয় সেই অন্ধ ভালোবাসা!
ডক্টর তুহিন মালিক: যাকে আমরা কেউ কোনদিন নিজের চোখে দেখিনি। অথচ তিনিই আমাদের মা-বাবা, ভাই-বোন, পুত্র-কন্যা, পরিবার-পরিজন, ধন-সম্পদের চেয়েও লক্ষ-কোটি গুন বেশী প্রিয়। তার সীমাহীন প্রেমের টানে আমাদের মূল্যবান জীবনটা পর্যন্ত একেবারেই মূল্যহীন, নগন্য।
লোকে বলে, ভালোবাসা নাকি অন্ধ! সত্যিই কি তাই? আমরা কেউ কখনও আমাদের প্রানপ্রিয় রাসুল (সাঃ)-কে চোখে দেখিনি। অথচ তার প্রেমে বিভোর হয়ে বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ প্রানপ্রিয় নবীকে আমাদের জীবনের চেয়েও অনেক অনেক গুন বেশী ভালোবাসি।
এই শত শত কোটি মানুষগুলো আবার পুরো জীবনটাই এই অপেক্ষায় কাটিয়ে দেই, একদিন হাশরের মাঠে প্রিয় নবীর সাক্ষাত মিলবে। একদিন প্রানপ্রিয় নবীর হাতে পানি পানের সৌভাগ্য মিলবে। প্রিয় রাসূলের শাফায়াত ও প্রিয়তমের মোবারক মুখখানি একনজর দেখার অপেক্ষায় নিরবে নিভৃতে অশ্রু চোখে কাটিয়ে দেই সারাটা জীবন রবের দরবারে দুহাত তুলে ধরে।
এটাই হয়ত সেই অন্ধ প্রেম! এটাই বোধহয় সেই অন্ধ ভালোবাসা!
ডক্টর তুহিন মালিক: আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ