দ্য আজাদ স্টাফ
পুলিশের এসপি হারুনু কেইস
আপনারা যাঁহারা এই পুলিশ অফিসারের ও এস ডিতে খুশি – বিশাল দাপুটে – চেংড়া পোলার নাকি কয়েক হাজার কোটি টাকার সম্পদ – নারায়ন গঞ্জের গড ফাদার শামীম ওসমানও ওরে হুজুর হুজুর কইরা চলে – গাজিপুরের সিটি নির্বাচনে ওর দাপট দেখছেন আপনারা – কিভাবে সে মাইরা কাইটা গুম কইরা নির্বাচনকে প্রভাবিত করছে – বি এন পি’র এক সময়ের কিম্বা তৎকালীন হুইপ জয়নাল আবেদীন ফারুক ( এম পি) কে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিউনিউ তে চেং ধোলা কিম্বা উলংগ করা এই হারুন সরকারের একজন বিশ্বস্থ অফিশিয়াল ক্যাডার। তাহলে হটাৎ কেন ও এস ডি???? দুই দিন আগে বি এন পি ঘরনা পারটেক্স গ্রুপের মালিকের ছেলে রাসেলের স্ত্রী পুত্র কে তুলে নিয়ে গিয়ে ওনার বিরুদ্ধে মামলা সাজায় মাদক আর অস্ত্রের – আপনারা সবাই বাহ! বাহ! দিচ্ছেন এই ঘটনায় কিম্বা মিডিয়া প্রচার করছে – এই আকামের কারনেই নাকি হারুন কে ও এস ডি করা হয়েছে – বি এন পি ঘরনা কাউকে ধরছে এতে ওএসডি হবার কথা না – কারন দেখানো হয়েছে বা কানা ঘুষা চলছে এস পি হারুন নাকি সেইখানে ৮ কোটি চাঁদা চেয়েছে। আসলে সেয়ানে সেয়ানে খেলা চলছে – পারটেক্স গ্রুপ এই আমলে খারাপ নাই – ব্যাবসায়ীদের চরিত্র আসলে এই রকমই – রাজনীতিতে এক ধরনের চরিত্র হীনও বলা যায়। এরা দেখবেন দেশ দশ নিয়া কথা উঠলে আওয়ামিলীগের প্রশংসায় গদ গদ আর বি এন পি আমল নিয়া যা তা বলবে – খুঁজলে দেখবেন এরা মোটা তাজা বি এন পি আমলে হইয়া এখন পেট লম্বা/মোটা করছে গত ১২ বছরে। যাই হোউক – এস পি হারুন কেন এত বড় টার্গেট ধরলো? – আমি যতদুর জানি- রাসেল সাহেব আর RAB এর বেনজির খুব কাছের বন্ধু, আছেও কিছু দেশের বাহিরে কিম্বা লন্ডনে বানিজ্য!
যেটা বলতে চাচ্ছিলাম – এসপি হারুন রা যথেষ্ট টেলেন্টেড – এদের কারনেই আওয়ামীলীগ গত ১১ বছর দেদারসে ক্ষমতায়। এরা সম্ভবত আগে ভাগেই এমন কিছু করে বিতর্কিত হতে চাচ্ছে যে, সরকার বাধ্য হয়ে এদেরকে চাকুরী থেকে বিদায় দেয় – স্বেচ্চায় অবসরে এরা যেতে চাইলে স্রেফ গুম করে দিবে – এটাই সৈরাচারের নিয়ম। টাকা টুকিও কম কামায় নাই – বিদেশেও মোটামুটি সব ঠিক ঠাক। সামনে একটা অজানা আতংক – না জানি কি হয়? তাই এখনই সেইফ এক্সিট করা প্রয়োজন। একটা বড় টার্গেট দরকার – সরকার বিব্রত হবে – ও এস ডি করবে – দুই তিন মাসের মাথায় – অবসর নিয়ে দেশ ছাড়লো _ দারুন না। খোঁজ নিয়ে দেখেন – এই রকম কত শত কিম্বা হাজার এখন এই ধান্দায় আছে – দুই দিন আগে বলেছিলাম – আপা কে নিয়ে আমি শংকিত – আপায় বুঝবে বা বুঝে একটু পরে – যখন সময় থাকবে না। ইতিহাস।
লেখক মোহাম্মদ ওয়াহিদউন নবী