দ্য আজাদ স্টাফ
এ কেমন খেলায় মেতেছে দেশ
এ কেমন খেলায় মেতেছে দেশ দামাল ছেলেদের প্রাণের রেশ, জ্ঞানী গুনি আবাল বৃদ্ধ এই দেখেতো সবাই ক্ষুব্ধ।
বি ডি আর বিদ্রোহ হলো শেষ মেসি এলো বাংলাদেশ, চৌধুরী আলম গুম হলো মনমোহন সিং দেশে এলো।
রেল পথে বিড়াল এলো ইলিয়াস আলী গুম হলো, কুইক রেন্টাল বিদ্যুৎ এলো সাগর রুনী প্রাণ হারালো।
বিশ্বজিৎ আর গণ মাধ্যম দেশের আকাশ গরম তখন, হঠাৎ করে ফাঁসীর রায় বাচ্চু কাদের সাইদী পায়।
এই নিয়েতো জমলো মেলা শাহবাগে এ কোন খেলা, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ নাট্য গানে হয়তা শুদ্ধ।
জন মনে প্রশ্ন বৃদ্ধ পুলিশ কেন এতো ক্ষুদ্ধ, গ্যাস বিদ্যুৎতের দাম বৃদ্ধি ছাত্রদের উপর ভ্যাট বৃদ্ধি।
রিজার্ভ ব্যাংকের টাকালুট তনুহত্যার নতুন মুট। সাংবাদিক ও কলা কৌশলিকদের বন্ধ রাখতে মুখ শফিক রহমানকে জেলে দিয়ে করে দিলো চুপ।
দেশের ক্রান্তিকালে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ জনসভা কুমিল্লা টাউন হল মাঠে, সেইদিন বিদ্যুৎ বিহীন বাংলাদেশ ১৮ঘন্টা রাখে।
কিছুদিন পর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খালেদা জিয়ার জনসভা সরোয়ারর্দী উদ্যানে, সেইদিন অলৌকিক ঘটনা ঘটে,তিন বছরের শিশু জিহাদ পরল ওয়াসার ম্যানহলে।
জোর জুলুমের শেষ সময় ২০১৮ সাল এই সময় ও খালেদা জিয়াকে নিয়ে করছে নতুন কৌশল দ্বার।
২০ লাক্ষের অধিক ছেলে মেয়ে ৮ই ফেব্রুয়ারী করেছে অংশ গ্রহণ এস এসসি ও সমমান পরিক্ষায়, সেদিন কেন দিতে হবে মিথ্যা বানোয়াট মামলায় খালেদা জিয়ার রায়।
তামা চুরি, ব্যাংকে রাখা স্বর্ণ চুরি এই সব কিছুতে অবৈধ সরকারের হাত, জনগণের দৃষ্টি কারতে মাহমুদুর রহমানকে করলো রক্ত পাত। পরক্ষণে কয়লা চুরি, কয়লা ডাকতে পাথর চুরি এখন উপায়কি? তারেক রহমানকে করে দিলো গ্রেনেড হামলার আসামী।
অর্থাৎ একটি ঘটনা আড়াল করতে আরেকটি অঘটনের জন্ম, এই করে আওয়ামীলিগ নিজেকে মনে করছে ধন্য। এই ভাবেই চলছে দেশ অবৈধ সরকার ধারা দ্রব্য মূলের ঊর্ধ্বগতিতে মানুষ দিশে হারা।।
কবি- কাওছার মাহমুদ সভাপতি গাজীপুর মহানগর জাতীয়তাবাদী তৃণমূল দল সদস্য জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রকাশনা সম্পাদক ইস্ট লন্ডন বিএনপি।