দ্য আজাদ স্টাফ
কথায় কথায় আওয়ামী লীগের দুই পয়সার দালালেরা বলে বিকল্প দেখান। তাই চিন্তা করছি এখন থেকে কিছু বিকল্প দেখাবো।
এই ঢাকা শহরে আসলেই একজন সুপারম্যান আসছিল। তবে তার নাম আনিসুল হক না, ঢাকার অকুতোভয় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালে নির্বাচন কমিশন এবং ডিএফপিতে সাহসী অভিযান চালানো সমরনায়ক, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা তার নাম।
এই শহরে ডেঙ্গুর শেষ ভয়াবহ প্রকোপ হয় ২০০০ সালে, যে বছর মোট মারা গিয়েছিল ৯৩ জন। ঠিক তার পরের বছর মারা যায় ৪৪ জন। তার পরের বছর ৫৮ জন।
ঢাকার মেয়র তখন আজকের মেয়রের বাবা মোহাম্মাদ হানিফ। সিটি করপোরেশন তখন টেন্ডার সন্ত্রাস আর দুর্নীতির আখড়া ছিল। আপনারা যারা এখন চল্লিশোর্ধ আছেন, তাদের মনে থাকার কথা, আর যারা তরুণ আছো তারা একটু পুরনো পেপার ঘাটলেই দেখতে পারবা সিটি করপোরেশনের সামনে কীভাবে আওয়ামী ক্যাডার-গডফাদাররা অস্ত্রের মহরা দেখাতো এবং গোলা-গুলিতে লিপ্ত হতো।
২০০২ সালে সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেন সাদেক হোসেন খোকা। ২০০৩ সালে কতজন মারা যায় জানেন? ১০জন। পরের বছরগুলোতেও ডেঙ্গু ছিল যথেষ্ট নিয়ন্ত্রণে। বর্তমান সরকারের দেয়া হিসাব মতেই, সাদেক হোসেন খোকার চেষ্টায় ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত একজন মানুষও ডেঙ্গুতে মারা যাননি!
এরপর আসে ২০১১। শেখ হাসিনা ১৯৯১ সালের নির্বাচনে হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকাতেও সাদেক হোসেন খোকার কাছে গো-হারা হেরেছিলেন। তার প্রতিশোধ নিতে ঢাকাকে দুই ভাগে ভাগ করে সাদেক হোসেন খোকাকে কোন নির্বাচন ছাড়াই সরিয়ে দেয়া হয়। তবুও আগের বছরগুলোর কাজের প্রভাবে দীর্ঘদিন ঢাকায় ডেঙ্গু ছিল নিয়ন্ত্রণে।
এরপর আসে ২০১৫ সাল। দেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য নির্বাচনের একটিতে মেয়র হয় বাগাড়ম্বরের রাজা আনিসুল হক আর টুয়েন্টি পার্সেন্ট সাঈদ খোকন। সিটি করপোরেশনগুলোতে শুরু হয় দুর্নীতির মচ্ছব।
যার প্রভাব পড়তে শুরু করে ২০১৭ সাল থেকে। ঢাকার অসংখ্য মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয় সে বছর। এরপর আনিসুল হকের মৃত্যুর পরেও বিএনপির কাছে গো-হারা হারার ভয়ে উত্তর সিটি করপোরেশনে দীর্ঘদিন নির্বাচন দেয়া না হওয়ায় সেখানে কোন কাজই হয়নি দীর্ঘদিন।
আজকে এই লেখা যখন লিখছি, বেসরকারি হিসাবে ৭০ জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এখন পর্যন্ত। কোন কোন হিসাবে একশোর বেশি মানুষ মারা গেছে বলেও বলা হচ্ছে যদিও। আক্রান্ত প্রায় ২৫ হাজার মানুষ।
নেন, বিকল্প দেখালাম। সামনেও আরো বেশ কিছু দেখাবো।
#বিকল্পদেখান
লেখক: Mr.Wahiduzzaman
কথায় কথায় আওয়ামী লীগের দুই পয়সার দালালেরা বলে বিকল্প দেখান। তাই চিন্তা করছি এখন থেকে কিছু বিকল্প দেখাবো। এই ঢাকা শহরে… Posted by A K M Wahiduzzaman on Friday, August 9, 2019
কথায় কথায় আওয়ামী লীগের দুই পয়সার দালালেরা বলে বিকল্প দেখান। তাই চিন্তা করছি এখন থেকে কিছু বিকল্প দেখাবো। এই ঢাকা শহরে…
Posted by A K M Wahiduzzaman on Friday, August 9, 2019