দ্য আজাদ স্টাফ
কবির মুরাদ এর মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব এর শোক
দ্য আজাদ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির মুরাদ আজ বিকেল ৩-৩৫ মিনিটে বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম কবির মুরাদ জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম কর্ণধার ছিলেন। রাজনীতিবিদ হিসেবে দেশব্যাপী তিনি ছিলেন অত্যন্ত সুপরিচিত। মহান স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে উদ্বুদ্ধ করে এদেশের বিদ্ব্যৎ সমাজের বৃহদাংশকে সংগঠিত করেছিলেন জিয়া পরিষদের ছায়াতলে। দীর্ঘদিন জিয়া পরিষদের সভাপতি হিসেবে কিভাবে দেশের গণতন্ত্র চর্চা, জাতীয়তাবাদী দর্শণ, ইতিহাস চেতনা ইত্যাদির অনুশীলণে তিনি নানা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম কবির মুরাদ বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন, সরল ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। মাগুরা জেলা বিএনপি’র সভাপতি হিসেবে নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম কবির মুরাদ নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। রাজনীতি, সংগঠন ইত্যাদি কর্মকান্ডের পাশাপাশি সমাজ সেবার নানা কাজের সাথেও নিজেকে রেখেছিলেন আত্মনিবেদিত। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আমি মরহুম কবির মুরাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির মুরাদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম কবির মুরাদ তাঁর রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি ছিলেন একজন আলোকিত মানুষ। সমাজের গুণীজনদেরকে তিনি সুসংগঠিত করেছিলেন জিয়া পরিষদে। জিয়া পরিষদের সভাপতি হিসেবে তাঁর সংগঠনকে গড়ে তুলেছিলেন দিকনির্দেশনাদানকারী প্রতিষ্ঠান হিসেবে। রাজনীতির পাশাপাশি একজন লেখক হিসেবেও তিনি ছিলেন সকলের নিকট শ্রদ্ধেয় ব্যক্তি। মির্জা আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। স্বৈরশাসনের নানাবিধ চাপের মধ্যেও কবির মুরাদকে তাঁর নীতি ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলানো যায়নি। বর্তমান দু:সময়ে পৃথিবী থেকে তাঁর চলে যাওয়াতে বিএনপি নেতাকর্মীদের মনে গভীর বেদনার সৃষ্টি হলো।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুম কবির মুরাদ এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।