দ্য আজাদ স্টাফ
করোনা আতঙ্কে হঠাৎই ওমরা ও ভ্রমণ ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি আরব। একইসাথে যাদের আগে থেকে ভিসা করা ছিল তাদেরও প্রবেশে অনুমতি দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় প্রায় ১ হাজার যাত্রীকে। খরচের টাকা ফেরত পেতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। হাব বলছে, ওমরা ভিসা আছে ১০ হাজার জনের। আর টিকিট কাটা হয়েছে ৯ কোটি টাকার।
রাফিয়া বেগম। ওমরার উদ্দেশে ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে রওনা হয়ে শাহজালাল বিমানবন্দরে এসে অনিশ্চতায় পড়েছেন। ভিসা থাকার পরও, সৌদি আরবে যেতে পারছেন না তার মতো অনেকেই। করোনা আতঙ্কে ওমরা ও ভ্রমণ ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে, দেশটি। টিকিটসহ যাবতীয় খরচের টাকা ফেরত পেতে সরকারের দৃষ্টি আর্কষণ করেছেন ক্ষতিগ্রস্ত ওমরাযাত্রীরা।
হজ এজেন্সিগুলোর সংগঠন- হাব জানায়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে প্রায় ১ হাজার যাত্রীকে অনুমতি দেয়নি, ইমিগ্রেশন। তাদের রেখেই সৌদি চলে যায়, ফ্লাইটগুলো।
ধর্মপ্রতিমন্ত্রীর আশা হজ মৌসুমের আগেই এ নিষেধাজ্ঞা কেটে যাবে। একইসাথে সৌদি সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করেন তিনি।
এবার বেসরকারিভাবে কুরবানি ছাড়া সাধারণ প্যাকেজ ৩ লাখ ৬১ হাজার ৮শ টাকা এবং ইকোনমি প্যাকেজে ৩ লাখ ১৭ হাজার টাকায় হজে যেতে পারবেন বাংলাদেশিরা। আগামি ৩০ মার্চের মধ্যে সব টাকা শোধ করতে হবে বলে জানায় হাব।