দ্য আজাদ স্টাফ
কেউ অধম হলে আমরা উত্তম হবে না কেন? বাবরী মসজিদ সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া : ড.আসিফ নজরুল
ভারতের দু’একটা প্রতিষ্ঠান ছিল গর্ব করার মতো। এরমধ্যে অন্যতম সুপ্রীম কোর্ট । কিন্তু হিন্দুত্ববাদী শাসনামলের চেতনা যে এ আদালতকেও গ্রাস করেছে তার প্রমান হচ্ছে বাবরী মসজিদ সংক্রান্ত রায়।
তবে এ রায় আমাদের যতো কষ্ট দেক না কেন, মনে রাখতে হবে যে এর সাথে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর কোনরকম সম্পর্ক নেই।
ফলে রায়ের কারণে কেউ যেনো তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেককে। কেউ অধম হলে আমরা উত্তম হবে না কেন?
লেখক ড. আসিফ নজরুল প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়