দ্য আজাদ স্টাফ
কোথাকার ৪০০ টাকার মেজর এসে বাঁশিতে ফুঁ দিল আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল,এটাকি কখনও সম্ভব?
আমাদের সৌভাগ্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ পেয়েছি ৷
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারাটা আওয়ামী লীগের সৌভাগ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আমাদের আওয়ামী লীগের একটা সৌভাগ্য আমরা ক্ষমতায় থেকে স্বাধীনতার রজত জযন্তী উদযাপন করেছি আর আজকে জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করার সুযোগ পেয়েছি ।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন। সূত্র নয়া দিগন্ত