রাকেশ রহমান
আজকে দিনের সবচেয়ে খারাপ খবর ইটালীতে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে ।যারা ইটালীতে বসবাস করছেন এরকম বাংলাদেশী ভাই ও বিদেশিদের সাথে কথা বলে খুব কষ্ট অনুভব করছি ।
দেশটির বিভিন্ন বিভাগের বিভিন্ন শহরে মানুষ এক বিপদের ভিতরে বসবাস করছে । মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না এক আতংঙ্কের ভিতরে আছে।স্কুল , কলেজ , বিভিন্ন অফিসসহ , শপিংমলও বন্ধ ঘোষনা করা হচ্ছে।
মহামারির কথা শুনেছি কিন্তু কখনও অনুভব করতে পারি নি কেমন হতে পারে । ইটালীতে বসবাসরত লোকজনের সাথে কথা বলে তা অনুভব করতে পারছি ।
অনেকে পরিবার তাদের সদস্যদের ইটালীর রোম থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে শুধু সে রয়ে যাচ্ছে এটা আরো বেদনা দায়ক। আল্লাহ না করুক গৃহ কর্তার কিছু হলে আর দেখা হবে না কি বেদনাদায়ক বিদায় চিন্তা করতেও কষ্ট হচ্ছে।
সব মিলিয়ে চিন্তা হচ্ছে শুধু ইটালী নয় ফ্রান্সেও এই ভাইরাস প্রবেশ করেছে লন্ডনের বাইরেও শুনা গিয়েছে কয়েক জন পাওয়া গিয়েছে ।
চিন্তার বিষয় হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে তা কেউ ধারনা করতে পারছে না।যে কোন ভাবে তা মহামারির আঁকার ধারন করলে মানুষের জীবন যাবন চরম কষ্টের আকারে যাবে।
বাংলাদেশে চলছে আরেক নাটক ক্ষমতায় টিকে থাকতে তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবারও পিছিয়েছে।
জামিন না পাওয়ার কোন যুক্তিই নেই সেখানে জোড় খাটিয়ে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যিনি বিএনপির মতন এত বড় দলের চেয়ারপার্সন তাকে দুই বছরের বেশি সময় ধরে আটক করে রেখেছে এই সরকার ।
আদৌ জামিন কবে হবে তা ধারনা করা মুশকিল।বিএনপি খালেদা জিয়া মুক্তির জন্য আন্দোলনে যাবে তার আগেই নেতা , কর্মীদের আটক ও হত্যা করে ফেলে দিচ্ছে।
এক আতঙ্ক তৈরি করে রেখেছে এই বাকশালী সরকার যে কোন সভ্য রাজনীতির চর্চাই আজ দেশে নেই ।
উন্নয়ন উন্নয়ন বলে মানুষের জমা টাকা লুট করে সরকারী ব্যাংক সব দেওলিয়া হয়ে যাচ্ছে।মানুষের কিছু বলার বা করার উপায় নেই বললেই জীবন দিতে হবে ।
এই ব্যাংক গুলো দেউলিয়া হলে মানুষ একেবারে পথে বসে যাবে। জানিনা আরো কতকিছু দেখে যেতে হবে এই অবৈধ্য সরকারে কাছ থেকে।
আজ সেই ২৫শে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবস ২০০৯:- ১ জন মেজর জেনারেল হত্যা ২ জন বিগ্রেডিয়ার জেনারেল হত্যা ১৬ জন কর্নেল হত্যা ১২ জন লেফটেন্যান্ট কর্নেল হত্যা ২৫ জন মেজর হত্যা ১ জন ক্যাপ্টেন হত্যা
বাংলাদেশের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচিত হয় ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে এক ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ,যেখানে প্রাণ হারায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
পিলখানার হত্যাকান্ডের ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি,আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন,আমিন।
ভালো কিছু দেখবার ও শুনবার প্রত্যাশায় জাতি।তবে সকল কর্মেরই বিচার একদিন বাংলাদেশে হবেই হবে।