দ্য আজাদ স্টাফ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা
দ্য আজাদ ডেস্ক
দীর্ঘ প্রায় ২ বছর যাবত কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুরের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
নতুন কর্মসূচির অনুযায়ী, আগামী রবিবার (১৫ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। একই সঙ্গে ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ মিছিল করবে দলটি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণীয় ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষনা দেন।
তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে, রবিবারের দিন সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। ঢাকা মহানগরে প্রতি থানায় থানায় বেলা ২টার পর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’
এই হচ্ছে আপাতত কর্মসূচি। পরের কর্মসূচি এরপরে ঘোষণা করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।
এর আগে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সোয়া ৬টার দিকে রুদ্ধদার এই বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা।
স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এর আগে দলের ভাইস-চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন খালেদা জিয়ার মামলায় আপিল বিভাগের রায় বিস্তারিতভাবে স্থায়ী কমিটির সদস্যদের কাছে তুলে ধরেন।