দ্য আজাদ স্টাফ
খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি কাল দেশব্যাপী হরতাল ডাকুক। দেখবেন এক ঘন্টার মধ্যেই এই ঊনসরকারি পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়ে যাবে!
ড. তুহিন মালিক
সড়ক পরিবহন আইন করলো সরকার। অথচ পরিবহন মালিক-শ্রমিকরা কুশপুত্তলিকা দাহ করছে ইলিয়াস কাঞ্চনের! নিঃস্বার্থ এই মানুষটির ছবিতে জুতার মালা পড়িয়ে অপমানিত করা হচ্ছে! অথচ এগুলো তো করার কথা ছিল প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে! আসলে, দেশের প্রায় সকল বাস, ট্রাক, কভার্ড ভ্যানের মালিক যারা; পরিবহন নেতা ও মাস্তান যারা, সরকারের মন্ত্রী-এমপিও তারা!
আর একারনেই, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর যেভাবে পুলিশি নির্যাতন হয়েছিল, আজ সেইরকম কোন এ্যাকশনের দেখা নেই! তাই আজ রাজপথে পাবেন না কোন হাতুড়ি বা হেলমেট বাহিনীর কোন অস্তিত্ব!
গ্যারান্টি দিয়ে বলছি- খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি কাল দেশব্যাপী হরতাল ডাকুক। দেখবেন এক ঘন্টার মধ্যেই এই ঊনসরকারি পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়ে যাবে!