দ্য আজাদ স্টাফ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিএসএমএমইউ এর রিপোর্ট পর্যালোচনা করেন হাইকোর্ট বেঞ্চ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পাঠানো তাঁর চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য রাজি হননি তিনি।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
শুনানির শুরুতে আদালত খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন পড়ে শোনান। এরপর আদেশ দিতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন রোববার পর্যন্ত সময় চান। কিন্তু আদালত তাতে রাজি না হলে তিনি (জয়নুল আবেদীন) এদিন দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানান। এরপর আদালত দুপুর ২টায় আদেশের জন্য সময় রেখেছেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান।
গত রোববার খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। গতকাল ওই রিপোর্ট, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠায়, বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
এদিকে, বিএনপি নেত্রীর জামিন আবেদন শুনানি উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গনে।