দ্য আজাদ স্টাফ
খালেদা জিয়া দৃঢ়তা আর আত্নত্যাগের নজির রেখে যাচ্ছেন — আসিফ নজরুল
দ্য আজাদ ডেস্ক
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না পাওয়া নিয়ে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. আসিফ নজরুল।
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯, নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘অনেকে জানতে চেয়েছেন বেগম খালেদা জিয়া জামিন না পাওয়ায় আমার প্রতিক্রিয়া কী।
তিনি বলেন, আমার কোনো ভিন্ন প্রতিক্রিয়া নেই। আপনাদের অনেকের মতো আমিও মর্মাহত। আমি মনে করি মানবিক কারণে উনাকে জামিন দেয়া যেত।
‘তবে আমি হতাশ নই। যে অবিচলিত সাহস, দৃঢ়তা আর আত্নত্যাগের নজির উনি রেখে যাচ্ছেন, সেটা অনেক বড় কিছু। সেটাই নেতৃত্ব। মুক্ত বহু মানুষের বড়বড় কথার চেয়ে তা অনেক শক্তিশালী। অবশ্যই একদিন তা প্রমাণিত হবে।
ঢাবি অধ্যাপক বলেন, শুধু দোয়া করি, তিনি যেন ভালো থাকেন, বাংলাদেশের মুক্তি তিনি যেন দেখে যেতে পারেন।