দ্য আজাদ স্টাফ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বুকের তাজা রক্ত দেবেন বলে জানিয়ে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সম্পূর্ণ একটি মিথ্যা রাজনৈতিক মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। আগামীতে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে দেশনেত্রীকে মুক্ত করে আনব। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কেন আজকে সেই গণতন্ত্র অপসারিত হয়ে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, তা এই সরকারকে জবাব দিতে হবে।
বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯ সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, গত ১০ বছরে দেশের মানুষের জন্য কোনো বিনিয়োগ হয়নি। শুধু ফ্লাইওভার হয়েছে। দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।