দ্য আজাদ স্টাফ
চৌধুরী ফ্যামিলির সমালোচনাটাই বেশি , ভালটা কেও বলে না
সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের ছিলেন দেশ ভাগের বিরুদ্ধে । সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসী হোল যুদ্ধাপরাধের দায়ে ? ফজলুল কাদের চৌধুরী কে ছিলেন তা আমরা কয়জন জানি ?
উনিই ছিলেন প্রথম বাঙ্গালী এবং পঞ্চম পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার। যার ধমকে অনেক বাঘা বাঘা সাংসদ দাঁড়ানো থেকে বসে পড়তেন অধিবেশন চলাকালে । ফজলুল কাদের চৌধুরী ছিলেন যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল তৎকালীন পাকিস্থান সরকারে এবং তিন তিন বারের মন্ত্রী
এই বাংলাদেশের জন্য তাঁর কিছু অবদান আমরা অনেকেই জানিনা , এই যেমন ধরেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় / চট্রগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় /চট্রগ্রাম মেরিন একাডেমী /চট্রগ্রাম মেরিন ও ফিসারিজ ইন্সটিটিউট এবং চট্রগ্রাম মেডিকেল কলেজের ভিত্তি তারই হাতে গড়া ।
শেরে বাংলানগরকে তৎকালীন পাকিস্থানের সেকেন্ড ক্যাপিটাল বানানো তারই আন্দোলনের ফসল । আজকের যে সুন্দর অট্টালিকা আমাদের জাতীয় সংসদ ভবন তারই স্বপ্নের ফসল । উনি চেয়েছিলেন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।
বড় মাপের রাজনীতিবিদরা জীবনের এক পর্যায়ে এসে সিদ্ধান্ত হীনতায় ভোগেন এবং অনেক ক্ষমতাবান মানুষেরা যে ভুল করেন (যেমন এখনটি করছেন অনেকেই ) ১৯৭১ তাই তিনি করলেন , বুঝতে পারেন নি বাংলাদেশের মানুষের পালস ।
শেষমেষ বাংলাদেশের ইতিহাসের পাতা থেকেও হারিয়ে গেলেন । তিনি সেই অর্থে রাজাকার মানে চেয়েছেন অখণ্ড পাকিস্থান মুক্তিযোদ্ধাদের বিরোধী । বাপ বেটার কি করুন পরিণতি দুইজনেই মারা গেলেন সেন্ট্রাল জেলে । আসলে থাক … বলতে চাচ্ছি না আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না এটার আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা ।
তাহলে আরেকটি প্রসঙ্গ বলতেই হয়। স্বাধীন বাংলাদেশে আমরা পার্বত্য চট্রগ্রামে স্বাধীনতার দাবিতে শান্তি বাহিনীর সশস্ত্র সংগ্রাম দেখেছি ।
কত সামরিক বাহিনীর অফিসার / সদস্য আর নিরীহ নারীপুরুষ এদের দ্বারা নিহত বা আহত নিগৃহীত হয়েছে তার কোনও হিসাব নাই বা আমাদের খবরও নাই । শান্তি চুক্তি হোল । বাস ওরা আমাদেরই হয়ে গেল । এই সরকার সেই সরকার সব সরকারই তাঁহাদের মন্ত্রী বানালো।
সাধারণ ক্ষমায় সবাই ফেরেশতা হয়ে গেল । কেও কি কখনো বলেছেন বা বলবেন এই পার্বত্য শান্তি বাহিনীদের — যুদ্ধাপরাধী বা তাদের ফাঁসী চাই ?
অন্তত আমি বলবনা আর চেতনা বাজরাও বলবে না কারন এইখানে গুড় নাই অথবা দাদারাও এতে একটু নারাজ হতে পারে । আফসোস একই দেশে কত রং কত প্রকারের ধান্দা । ইতিহাস ঐতিহ্য সব ছেড়া বেড়া ।
লেখক Wahid Un Nabi লন্ডন