দ্য আজাদ স্টাফ
ছাত্রলীগের হাতে নির্মমভাবে প্রহৃত হয়েও পালিয়ে থাকতে হচ্ছে নূরকে।
একটার পর একটা হাসপাতাল থেকে বের করে দেয়া হচ্ছে তাকে সরকারের চাপে। অবশেষে উত্তরায় একটা হাসপাতালে ঠাই হলো তার। নূর নেই বলে কোটা সংস্কার আন্দোলন তখন থমকে আছে। তারা চায় নূরকে নিয়ে শহীদ মিনারে একটা অনুষ্ঠান করতে। নূর ফোনে জিজ্ঞেস করে, যাবো স্যার। আমি বলি, ডাক্তার কি বলেন? ডাক্তারের নিষেধ আছে। আরেকবার মার খেলে পঙ্গু হয়ে যাবো। তাহলে দরকার নাই যাওয়ার। আগে সুস্থ হন। নূর ভাবে কিছুক্ষন। তারপর দৃঢ়কণ্ঠে বলে, না স্যার যাবো। যা হওয়ার হবে!
নূর, রাশেদ, আখতার, মামুন, ফারুক, -এই নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলনে একমাত্র বিজয়ী তারুণ্য। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। জয় হোক নূরদের।
Dr.Asif Nazrul ফেসবুক থেকে