দ্য আজাদ স্টাফ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার (৪ মার্চ) বিকেলে জার্মান রাষ্ট্রদূতের কার্যালয়ে তার সাথে দেখা করেন নুর।
এ সময় তাদের মধ্যে ছাত্র রাজনীতি, ডাকসু, ক্যাম্পাসে সহিংসতাসহ নানান বিষয়ে আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডাকসু ভিপি নুরুল হক বলেন, ডাকসুর প্রতিনিধি হিসেবে জার্মান রাষ্ট্রদূত আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। রাষ্ট্রদূতের সাথে কী নিয়ে আলোচনা হয়েছে? জানতে চাইলে নুর বলেন, আমাদের মধ্যে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আমার উপর ৯ বার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এভাবে ভিন্নমত দমনে এ ধরণের সহিংস হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ছাত্র অধিকার পরিষদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
নুর আরও বলেন, একটা বৈষম্যহীন, সহিষ্ণু পৃথিবী গঠনে তরুণদের কাজ করার আহবান জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জার্মানে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিতে ও উন্নত বাংলাদেশ গড়তে তার দেশ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ডাকসুকে ‘Campus Violence’ রোধ ও মানুষের অধিকার আদায়ে কাজ করার আহবান জানান তিনি।