দ্য আজাদ স্টাফ
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক এর-শোকবার্তা
নিজস্ব প্রতিবেদন: ‘৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মন্ত্রী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকা আজ আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে স্থানীয় সময় ভোর ২-৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “দেশের বরেণ্য রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার মৃত্যুতে তাঁর পরিবারবর্গের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। দেশের গণতন্ত্র, স্বাধীকার ও স্বাধীনতার জন্য তাঁর অবদান ছিল স্মরণীয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘৭১ এ দেশমাতৃকার মুক্তির জন্য তিনি লড়াই করেছেন অমিত বিক্রমে। মরহুম সাদেক হোসেন খোকা বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শে অনুপ্রাণিত হয়ে। সেই থেকে বিএনপি’র সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে এবং আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর অবদান অনস্বীকার্য। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি নীতি ও আদর্শ থেকে কখনোই বিচ্যুৎ হননি। নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তাঁর নির্ভিক নেতৃত্ব সহকর্মীদের সবসময় প্রেরণা যুগিয়েছে। মন্ত্রী ও মেয়র হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কখনোই বিসর্জন দেননি। যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখনই স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে মরহুম সাদেক হোসেন খোকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য অত্যন্ত বেদনার। জনাব সাদেক হোসেন খোকার মৃত্যু দেশ ও দলের জন্য এক বিরাট ক্ষতি।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বার্তাপ্রেরক
এবিএমএ রাজ্জাক দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি