দ্য আজাদ স্টাফ
ঢাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
দি আজাদ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল রুমের সিট দখল করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বরিশাল জোন এবং খুলনা জোনের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্রলীগের দু’গ্রুপের হামলায় কেউ হতাহত হয়নি। তবে ফের সংর্ঘষের আতঙ্ক কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। কেননা দু’গ্রুপের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উত্তেজনা।
ঘটনার পর হল প্রভোস্ট মাহবুবুর রহমান জোয়ার্দার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’গ্রুপের নেতা-কর্মীদের বুঝানোর চেষ্টা করছেন প্রভোস্ট।
প্রত্যক্ষদর্শীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, রুম দখলকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হলের বরিশাল জোনের নেতারা হল সংসদের সমাজসেবা সম্পাদক মিলন খানকে রুম থেকে বের হয়ে যেতে বলে। বের না হলে এক পর্যায়ে তার রুমের বেড, বালিশ এবং রুমের জিনিসপত্র নিচে ফেলে দেয়। এদিকে ভুক্তভোগী মিলন খান খুলনা জোনের নেতা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, হামলার ঘটনায় এসএম হলের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হলে ব্লকে ভাগ হয়ে দু’গ্রুপের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। একইসঙ্গে প্রতিপক্ষের হামলার আশঙ্কাও করছে দু’গ্রুপের নেতারা।
হল সংসদের ভিপি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার, হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট মাহবুবুর রহমান জোয়ার্দার। প্রভোস্টকে ভুক্তভোগী মিলন অভিযোগ করেন, সাধারণ সম্পাদক বরিশাল জোনের অনুসারিদের নিয়ে এসে রুমে হামলায় চালায়। এছাড়া রুমে আসা অতিথিদেরও অপমান করে। উৎস ডেইলি ক্যাম্পাস