দ্য আজাদ স্টাফ
তাঁকে সময়ের অন্যতম সেরা সচেতন সমাজ কর্মী অভিহিত করলে অন্যায় হয়ে যাবে? বাড়াবাড়ি হয়ে যাবে খুব?
ওয়াসিম ইফতেখার
ঢালাও উত্তর না করে তাঁর যাদুকরী কর্ম-যজ্ঞ যা প্রচারণা’র অভাব এবং অপ-প্রচারের যাঁতাকলে হারিয়ে গিয়েছে – চলুন নজর দিই সেদিকে। সিদ্ধান্ত না হয় ভবিষ্যত ইতিহাসের হাতে ছেড়ে দেয়া যাক।
অসহায়, দরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতা বা পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং নেত্রী বেগম জিয়ার সন্তান ও ষ্টেটসম্যান তারেক রহমান। নিজে উপস্থিত থেকে দরিদ্র পিতামাতার পুত্র-কন্যাদের যৌতুক বিহীন বিয়ের ব্যবস্থা করতেন এবং সংসার সাজাতে যাবতীয় সামগ্রী উপহার দিতেন ব্যক্তিগত তহবিল থেকে।
নব দম্পতি দুজনের চাকরির ব্যবস্থাও করে দিতেন। তিনি দেশে অবস্থানকালীন শেষ দশ বছরে ৭০০ এর অধিক হত-দরিদ্র ছেলে-মেয়ের কর্মের ব্যবস্থা-সহ যৌতুক বিহীন বিবাহ’র সফল আয়োজন করেছেন।
#The Hope Of Bangladesh – তারেক রহমান
লেখক ওয়াসিম ইফতেখার