দ্য আজাদ স্টাফ
পুরো বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে বাজে ফিল্ডিং আর বোলিং। ইংল্যান্ডে বয়ে বেড়ানো রোগ দুটি শ্রীলঙ্কাতেও নিয়ে গেছে বাংলাদেশ। প্রতিপক্ষ যখন নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরতে পারছে না, ক্যাচ হাতে জমাতে পারছে না, শ্রীলঙ্কা কেন সেটির সুযোগ নেবে না? তারা তা নিয়েছেনও। ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে ফেলেছে লঙ্কানরা। ১১১ রান করেছেন কুশল পেরেরা। ৬২ রানে ৩ উইকেট শফিউলের।
অথচ বাংলাদেশের সুযোগ ছিল শুরু থেকেই শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের চাপে রাখা। প্রায় তিন বছর পর বাংলাদেশ ওয়ানডে দলে প্রত্যাবর্তনটা ভীষণ স্মরণীয় করে রাখার সুযোগ পেয়েছিলেন শফিউল ইসলামের। নিজের দ্বিতীয় ওভারেই দারুণ এক বলে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিলেন লঙ্কান ওপেনার অভিষ্কা ফার্নান্দোকে। ১০ রানে প্রথম উইকেট পাওয়া বাংলাদেশের সুযোগ ছিল শ্রীলঙ্কাকে আরও চাপে রাখা। সুযোগটা পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারেনি তামিম ইকবালের দল।