দ্য আজাদ স্টাফ
পটুয়াখালীতে যুবদলের কর্মীসভায় পুলিশের বাধা, আটক ২১
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০ পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মীসভায় দুই দফায় পুলিশ বাধা দেয়। যুবদল নেতাদের জানান, পুলিশের বাধা ও লাঠিপেটার নয় নেতা-কর্মী আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়েছে।
যুবদলের নেতারা বলেন, বেলা ১১টায় দশমিনা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের কর্মীসভা ডাকা হয়। এতে পুলিশ বাধা দিলে ওই সভা পণ্ড হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে শহরের একটি ঘরে সেই সভা বসে। এতেও বাধা দেয় পুলিশ।
এসময় পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় আহত হন যুবদলের কেন্দ্রীয় নেতা শামীম হোসেন, শাহ আলম শানু, আল আমিন মোল্লা, ইকবাল বশির, আবুল বসার আক্কাস, আনোয়ার হোসেন আনু, মেরিন মোল্লা সম্রাট হোসেনসহ অন্তত নয় জন। তখন শামীম হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও স্থানীয় নেতা আক্কাসসহ ২১ জনকে আটক করে পুলিশ।