দ্য আজাদ স্টাফ
পরীক্ষাকক্ষে শিক্ষক পেটালেন আওয়ামী লীগ নেতার স্ত্রী পঞ্চগড় প্রতিনিধি
পরীক্ষার নির্ধারিত সময় শেষের পর মেয়েকে বাড়তি সময় না দেওয়ায় পঞ্চগড়ে এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতার স্ত্রী। গতকাল সোমবার জেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে জেএসসি ইংরেজি বিষয়ের পরীক্ষা শেষে ঘটে এ ঘটনা। এর প্রতিবাদে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও স্থানীয়রা জানান, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান গোলাপের মেয়ে ওই কেন্দ্রে এবারের জেএসসি পরীক্ষা দিচ্ছে।
সোমবার সে কেন্দ্রের ১ নম্বর কক্ষে ইংরেজি বিষয়ের পরীক্ষা দিচ্ছিল। নির্ধারিত সময় শেষের ঘণ্টা পড়ার পর রাধানগর হাজী শাহার আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকলেছার রহমানসহ তিন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের খাতা নিয়ে নেন। এ সময় গোলাপের মেয়ে আরও সময় চায়। তবে মোকলেছার রহমান বাড়তি সময় না দেওয়ায় সে কেন্দ্রের বাইরে গিয়ে মা রোজিনা আক্তার রোজিকে জানালে তিনি কক্ষে ঢুকে মোকলেছার রহমানের শার্টের কলার ধরে চড়-থাপ্পড়সহ মারপিট শুরু করেন। ওই কক্ষে দায়িত্বে থাকা স্কুল শিক্ষক আব্দুল জব্বার বলেন, ‘আমাদের সামনেই সহকর্মী মোকলেছারকে ওই নারী মারধর করেন। একপর্যায়ে জুতা খুলেও মারধর করেন। বিষয়টি আমদের জন্য চরম অসম্মানের। ’
পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষকরা কেন্দ্রের মাঠে জড়ো হন।
পরে আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানসহ শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করেন। ভুক্তভোগী শিক্ষক মোকলেছার রহমান বলেন, ‘পরীক্ষা শেষের ঘণ্টা পড়ার পরও ওই শিক্ষার্থীকে বাড়তি সময় না দেওয়ায় তার মা এসে মারধর করেন। ’
কেন্দ্র সচিব আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি ঘটনাস্থলে এসে সবার সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান বলেন, ওই পরীক্ষার্থীর মা ভুল বুঝতে পেরে শিক্ষকের কাছে ক্ষমা চান। পরে উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করা হয়।