দ্য আজাদ স্টাফ
পাপিয়া নূর এক অবৈধ সাম্রাজ্যের প্রতিনিধি মাত্র! একজন পতিতা সাম্রাজ্যের সম্রাজ্ঞীর সাথে দেশের মহামান্য রাষ্ট্রপতি হাত মেলালেন কিভাবে….?
আজকে এইরকম পাপিয়া নুর হাজার হাজার রয়েছে এই দেশে যারা ক্ষমতাসীনদের সাথে সখ্যতা গড়ে দিনের পর দিন অবৈধ বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নেই কারন তাদের পিছনে রয়েছে ক্ষমাতাসীন দলের বাঘা বাঘা নেতারা।
পুরো নাম শামিমা নূর পাপিয়া। তবে পিউ নামেই তিনি বেশি পরিচিত। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি তিনি। এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা। তবে এর আড়ালে তিনি মূলত দেহ ব্যবসা, অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন।
কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচ তারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্নিষ্ট ব্যক্তিদের। র্যাব বলছে, গত তিন মাসে তিনি শুধু ঢাকার একটি পাঁচ তারকা হোটেলেই বিল দিয়েছেন ১ কোটি ৩০ লাখ টাকা। ওই হোটেলের প্রেসিডেন্ট স্যুট সবসময় তার নামে বরাদ্দ থাকত। হোটেলটির বারে তিনি প্রতিদিন বিল দিতেন প্রায় আড়াই লাখ টাকা।
দেশের সব বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠাবসা রয়েছে। কিন্তু আমার একটা ছবি দেখে মনে খটকা লাগল, দেশের মহামান্য রাষ্ট্রপতি এই পতিতার সাথে হাত মিলাচ্ছেন। আমার প্রশ্ন হলে এই পতিতা বঙ্গভবনে গেলো কিভাবে…..?
যেহেতু সে নিয়মিত যাতায়াত করে, তাহলে অবশ্যই এই পতিতার অবৈধ সাম্রাজ্যের বিষয়ে দেশের উচু মহল আগে থেকেই অবগত।