দ্য আজাদ স্টাফ
দ্য আজাদ স্টাফ : রাজধানীর পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন খালেদা জিয়া। শুক্রবার বেলা তিনটায় ফরিদাবাদ মাদরাসা থেকে গণসংযোগ শুরু হলে তাতে অংশ নেন তিনি। তবে তিনি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নন। বিএনপি চেয়ারপারসনের সাজে গণসংযোগে অংশ নেয়া ছোট্ট একটি শিশু। তার নাম দিয়াফা আক্তার। সে বসুন্ধরা রিভারভিউ এলাকার বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফারুকের ভাগ্নি।
নির্বাচনী প্রচারণার ১৫তম দিনে শুক্রবার জুমার নামাজের পর ফরিদাবাদ মাদরাসা থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় গণসংযোগে অংশ নেওয়া সবার দৃষ্টি কাড়ে বেগম খালেদা জিয়ার সাজে সাজা দিয়াফা। উৎসুক মানুষকে দিয়াফার সাথে ছবি তুলতে দেখা যায়। এ সময় দিয়াফা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো সবাইকে হাত নেড়ে অভিনন্দন জানায়।
এ বিষয়ে জানতে চাইলে দিয়াফার বাবা ইদ্রিস আলী নয়াদিগন্তকে বলেন, আত্মীয়-স্বজন সবাই বলছে দিয়াফা দেখতে নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো। তাই মানুষকে ধানের শীষে ভোট দেয়ার জন্য আকৃষ্ট করার