দ্য আজাদ স্টাফ
‘ফাঁসির দণ্ড কার্যকর হওয়া আসামি কীভাবে শহীদ হতে পারে?’
দ্য আজাদ ডেস্ক
ফাঁসির দণ্ড কার্যকর হওয়া আসামি কীভাবে শহীদ হতে পারে, প্রশ্ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের।
তিনি বলেন, কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। এমন জঘন্য মানুষকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা জানান।
মন্ত্রী আরও বলেন, দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার মাধ্যমে ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উৎস ইনসাফ