দ্য আজাদ স্টাফ
ফের পেঁয়াজে ঊর্ধ্বগতি, কেজি প্রতি ২৫০ টাকা
কয়েকদিন দাম কমার পর আবারও বাড়ছে পেঁয়াজের দাম। দুইদিন আগেও ২০০ টাকায় নেমে গিয়েছিল দেশি পেঁয়াজের দাম। তবে এখন সেই দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ২২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা। একটু বাছাই করা পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, নতুনবাজার, শ্যামনগর, শান্তিনগর, যাত্রবাড়ীসহ বিভিন্ন বাজারগুলো ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
শনিবার ও রবিবার রাজধানীর বাজাগুলোতে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সোমবার পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। আফগান, তুরস্ক ও মিয়ানমারের পেঁয়াজ ১৮০ থেকে ২২০ টাকা, মিসর ও চীনের পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
রাজধানীর পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের সরবরাহ খুব কম। সোমবার খুচরা বাজারে দেশি পেঁয়াজ ২৪০-২৫০ টাকা, মিসরীয় ও চীনা ভালো মানের পেঁয়াজ ১৬০-১৮০ টাকায় বিক্রি করেন বিক্রেতারা।
ফের দাম বাড়ার কারণ জানতে চাইলে পেঁয়াজ বিক্রেতারা বলেন, দেশি পেঁয়াজ এখন আর নেই, সিজন শেষ। আরতদার-দোকান কারো কাছেই দেশি পেঁয়াজ নেই। এখন নতুন পেঁয়াজ আসছে, তাও খুবই কম। আমদানি করা মিসর বা মিয়ানমারের পেঁয়াজে দেশি পেঁয়াজের মতো স্বাদ পাওয়া যায় না। তাই দেশি পেঁয়াজের চাহিদা বেশি, অথচ সরবরাহ কম। তাই দাম বেড়েছে।
আরেক দোকানদার আবুল কালাম ব্রেকিংনিউজকে বলেন, ‘বিক্রি অনেক কমেছে। যে কাস্টমার আগে ২ কেজি পেঁয়াজ নিতো। তিনি এখন হাফ কেজির বেশি নিচ্ছেন না। এখনও আরও কমে গেছে। দাম শুনে অনেক ক্রেতা নানা মন্তব্য করেন। ভাবছি আপাতত পেঁয়াজ বিক্রিই বন্ধ করে দিবো।’
অনেক ক্রেতাকে দোকানদারদের সঙ্গে পেঁয়াজের দরদাম করতে দেখা গেছে। দামে সন্তুষ্ট না হতে পেরে আশাহত হয়ে খালি হাতেই ফিরছেন ক্রেতারা। ১০ জন দরদাম করে ১-২ জনকে পেঁয়াজ কিনতে সরেজমিনে দেখে গেছে।
এদিকে সোমবারও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা মূল্যে বিক্রি করতে দেখা গেছে। তবে কম দামে পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের রীতিমতো হাহাকার অবস্থা। পেঁয়াজের গাড়ি আসার আগেই দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন ক্রেতারা। লাইন শেষ হওয়ার আগেই পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, হঠাৎ করে বাংলদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা ভারত। প্রতিবেশি দেশটির পেঁয়াজ রফতানি বন্ধ করার পরই বাংলাদেশে ইতিহাসের রেকর্ড ছাড়ায় পেঁয়াজের দাম। বাংলাদেশে পেঁয়াজ আমদানিতে মোট চাহিদার এক-তৃতীংশ বেশি নির্ভর করতে হয় ভারতের ওপর।