দ্য আজাদ স্টাফ
দ্য আজাদ ডেস্ক
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে উভয় পাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার পর থেকে কয়েকটি গার্মেন্টেসের বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছিল। দুপুরের দিকে তারা সড়কের মাঝামাঝি এসে অবস্থান নিয়েছে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম সিদ্দিকী দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। সড়ক ছেড়ে দেওয়া ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
এদিকে, মহাসড়কে যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ।
শফিকুল ইসলাম নামে উত্তরা এলাকার এক বাসিন্দা দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আব্দুল্লাহপুর হাউজ বিল্ডিংয়ের মাঝামাঝি সড়কে তারা অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথমে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা যাত্রীবাহী বাসগুলো চলাচল করতে দিলেও দুপুর ১২টার পর থেকে তারা সব বাস আটকে দিয়ে সড়কে অবস্থান করছেন।’
উৎস আমাদের সময়