দ্য আজাদ স্টাফ
বাংলাদেশ নিয়ে অনেকে বলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
এ কে এম ওয়াহিদুজামান আমি সত্যি সত্যি এই কথায় বিশ্বাস করি। কারণ, আসলেই পৃথিবীতে এমন দেশ খুঁজে পাওয়া যাবে না- (১) যেই দেশের প্রধানমন্ত্রীর পরবর্তী ছেলে-মেয়ে-নাতি-নাতনি সবাই বিদেশী নাগরিক এবং (২) যে দেশের প্রধানমন্ত্রী জনগণের সম্পদের সাথে নিজের বাপের সম্পদের পার্থক্য করতে পারে না।
আরও মজার ব্যাপার হচ্ছে এই দেশের মানুষ, যাদেরকে অনেকে ঠাট্টা করে গান্ডু পিপল বলে, তারা মিডিয়ার তৈরি এই টোটকা খেয়ে বসে আছে যে এই প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে দেশপ্রেমিক মানুষ এবং সে দেশের মানুষের ভালো ছাড়া খারাপ করতে পারে না। আমি হলফ করে বলতেছি এই দেশের একটা অংশের মানুষ আসলেই এইটা বিশ্বাস করে।
যেই দেশের মানুষের স্বভাব এমন সেই দেশের প্রধানমন্ত্রী কথায় কথায় ধমকাবে না তো কি, ওবায়দুল কাদেরের ভাষায় ‘চুমু খাবে’?
আপনি শুধু চিন্তা করেন, একটা ‘সভ্য’ দেশের প্রধানমন্ত্রীর এই ব্যাসিক ধারণাটাও নাই যে সে আসলে জনগণের ‘কর্মচারী’। সে যে টাকায় গাড়িতে ঘোরে, যে টাকায় বিদেশ সফরে যায়, তার যে বেতন হয়- তার সবটাই হচ্ছে জনগণের টাকা। তার বাপের টাকায় তার বেতন হয় না, তার বাপের টাকায় কেনা গাড়িতেও সে চড়ে না।
এই যে ন্যুনতম ব্যাসিক ধারণা একটা পিএমের নাই, এইটা নিয়ে দেশের কোন মিডিয়াতে আজকে পুরা দিনে কোন আওয়াজ দেখছেন? বিএনপি কিংবা কিছু বামপন্থী বাদে কোন একটা মানুষকে প্রশ্ন তুলতে দেখছেন এইটা নিয়ে প্রশ্ন তুলতে?
অথচ যেকোন সভ্য দেশে এই ধরণের খোটা দেয়ার পর সেই দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী বেশ জোরেশোরে ওঠার কথা ছিল। এমন কিছুই হয় নাই। কারণ শুরুতেই তো বললাম। এই দেশের গুটিকয়েক মানুষ বাদে বাকীরা হচ্ছে একেকটা গান্ডু পিপল।
এই গোলামী থেকে যদি মুক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে মাঠে নামতে হবে। আপনার লড়াই কেউ লড়ে দিবে না। নিজেকেই লড়তে হবে।
লেখক : প্রফেসর এ কে এম ওয়াহিদুজামান