দ্য আজাদ স্টাফ
ডেস্ক রিপোর্ট, ৩১ অক্টোবর, ২০১৯: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে প্রমোশন পেয়েছেন।
বুধবার (৩০অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জারী করা এক অফিসিয়াল আদেশে তাকে নির্বাহী পরিচালক হিসেবে প্রমোশন দেওয়া হয়।
প্রমোশন দেয়ার পর স্বপন কুমার রায়কে বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসে বহাল করা হয়েছে।
স্বপন কুমার রায়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে কর্মরত থাকা অবস্থায় প্রায় ১২৭ কোটি টাকা ইন্ডিয়ায় পাচার করার তথ্য ও দলিল প্রকাশিত হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট ও এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে কর্মরত থাকা অবস্থায় আরো প্রায় ২০০ থেকে ২৬০ কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট তথ্য রয়েছে তার বিরুদ্ধে।