দ্য আজাদ স্টাফ
“বিএনপি’র আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল” দি আজাদ ডেস্ক বেগম খালেদা জিয়ার জামিনের জন্য বিএনপির আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন- খালেদা জিয়ার জামিন দেবে আদালত, সরকার নয়। বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে তারা দেশের বিচার ব্যবস্থা, আইন-আদালত মানে না। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘৫ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে? কারণ জামিন দেয়ার এখতিয়ার তো আদালতের, জামিন দেয়ার এখতিয়ার সরকারের নয়, তাহলে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবে- সেটিই তো মনে হয়। ড. হাছান মাহমুদ বলেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাজনীতিকে পরিশুদ্ধ করতে চান। জাতি ও দেশকে এগিয়ে নিতে চান। সমাজকে সুন্দর ও শান্তিময় করতে চান। সে লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে চান। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সম্মেলন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, এটি সমগ্র রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগে প্রাণ সঞ্চার হয় এবং নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। ইতিহাসের দিকে তাকিয়ে ড. হাছান বলেন, ‘১৯৬৬ সালে তখনকার আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের সংগীত ছিল, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’, যেটি পরবর্তীতে আমাদের জাতীয় সংগীত হয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবার ও সমাজ পরিবর্তনের দিক নির্দেশনা থাকে।’ Share 0 Tweet Share Share Share
“বিএনপি’র আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল”
দি আজাদ ডেস্ক
বেগম খালেদা জিয়ার জামিনের জন্য বিএনপির আন্দোলনের হুমকি আদালত অবমাননার শামিল উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন- খালেদা জিয়ার জামিন দেবে আদালত, সরকার নয়। বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে তারা দেশের বিচার ব্যবস্থা, আইন-আদালত মানে না।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘৫ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে? কারণ জামিন দেয়ার এখতিয়ার তো আদালতের, জামিন দেয়ার এখতিয়ার সরকারের নয়, তাহলে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবে- সেটিই তো মনে হয়।
ড. হাছান মাহমুদ বলেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাজনীতিকে পরিশুদ্ধ করতে চান। জাতি ও দেশকে এগিয়ে নিতে চান। সমাজকে সুন্দর ও শান্তিময় করতে চান। সে লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে চান। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সম্মেলন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, এটি সমগ্র রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগে প্রাণ সঞ্চার হয় এবং নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে।
ইতিহাসের দিকে তাকিয়ে ড. হাছান বলেন, ‘১৯৬৬ সালে তখনকার আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের সংগীত ছিল, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’, যেটি পরবর্তীতে আমাদের জাতীয় সংগীত হয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবার ও সমাজ পরিবর্তনের দিক নির্দেশনা থাকে।’