দ্য আজাদ স্টাফ
বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে ছাত্রলীগের হাম’লা-ভাঙচুর দি আজাদ ডেস্ক
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও বোয়ালখারী পৌর মেয়র আবুল কালাম আবু’র গাড়িতে হাম’লা চালি’য়েছে ছাত্রলী’গের নেতাকর্মীরা। এতে গাড়ির চালকসহ কয়েক জন আহ’ত হয়েছেন। শুক্রবার (৩০ নভেম্বর) মধ্যরাতে জেলার বোয়ালখালীর পাঠানপাড়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের অভি’যোগ, রাতে বিএনপির এক নেতার শাশুড়ির জা’নাজা শেষে ফিরছিলেন আবু সুফিয়ানসহ নেতাকর্মীরা। গাড়িটি স্কুলের সামনে পৌছালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহানের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী হঠাৎ গাড়িতে ই’টপাট’কেল মা’রতে শুরু করে। এতে মেয়র আবুর গাড়িতে থাকা আবু সুফিয়ান অক্ষ’ত থাকলেও গাড়িটির কাঁচ ভেঙে চালক ইয়াছিনসহ কয়েকজন আহ’ত হন।
এবিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রের গাড়িতে পাথর মেরেছে বলে জেনেছি। তিনি নিজেও আমাকে ফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জাসদ নেতা মইন উদ্দঈন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন শূন্য হয়েছে। চলতি সপ্তাহে উপ-নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে। এনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে এগিয়ে আছেন আবু সুফিয়ান। আলোচিত-সমালোচিত ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনেও এখানে বিএনপির প্রার্থী হিসেবে বাদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নগর বিএনপির এই প্রভাবশালী নেতা।
ব্রেকিংনিউজ