দ্য আজাদ স্টাফ
বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত রিজভীসহ অনেক নেতাকর্মী
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় হামলায় মারাত্মক আহত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী
ঢাকা উত্তর সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় হামলায় মারাত্মক আহত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
আজ দুপুরে রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রচারণার সময় আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক এ হামলার শিকার হন তিনি। তাকে চিকিৎসার জন্য কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্টাল হাসপাতালে নেয়া হয়েছে।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আওয়ামীলীগ ততই বর্বর এবং আক্রমনাত্মক রুপ ধারন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নিপূন রায় তার ফেসবুকে মন্তব্যে করেন ।