দ্য আজাদ স্টাফ
বিশ্বে ৩৫ কোটি মুসলমান চরম দরিদ্রসীমায়: এরদোগান
দি আজাদ ডেস্ক
মুসলিম বিশ্বে ৩৫ কোটি মানুষ বর্তমানে চরম দারিদ্রসীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছেনতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনিবিশ্বব্যাপী যেসব দুস্থ মুসলিম দারিদ্র্যেরমধ্য দিয়ে দিনাতিপাত করছেন, তাদের সহায়তা করার জন্য মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তুরস্কের সাবেক রাজধানী ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দুদিনব্যাপী (৮-৯ ডিসেম্বার) বিনিয়োগবিষয়ক সম্মেলনে রোববার এ আহ্বান জানান এরদোগান। খবর আনাদোলুর।
এরদোগানবলেন, ধনী মুসলিমরা ঠিকমতো জাকাত দিলে সমাজে আর কেউ দরিদ্র থাকত না।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর ২১ শতাংশ অর্থাৎ ৩৫ কোটি মুসলমান ভাই-বোন দরিদ্রসীমার নিচে বসবাস করছেন।
এরদোগান বলেন, ধনী মুসলিমরা গরিবদের চেয়ে ২০০ গুণ বেশি সম্পদশালী। তারা যদি শরিয়া মতো জাকাত দিত তা হলে মুসলিমদের কেউ গরিব থাকত না।
এ ব্যাপারে তিনি ওআইসিকে ধনী মুসলিম রাষ্ট্রগুলোর সহায়তায় একটি হতবিল গঠনের পরামর্শ দেন।