দ্য আজাদ স্টাফ
অতিবাহিত হয়ে গেল আরো একটি দিন ।দিনটি ছিলো অমর একুশে ।
ভাষার জন্য জীবন দিয়ে পৃথিবীর বুকে যেই ভাষা প্রতিষ্ঠিত হয়েছে সেই ভাষা বাংলার জন্যই দিনটি “অমর একুশ “যেই দিনে প্রান দিয়ে ছিলো রফিক , জাব্বার, বরকত সহ আরো অনেকে। দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত করা হয় কিন্তু এখনও দিনটির সম্মানে বিশ্বের কোন দেশেই সরকারী ছুটি চালু করা হয়নি কারন আমাদের কোন আগ্রহ নেই দিনটি নিয়ে বহিঃবিশ্বের সাথে কথা বাড়ানোর।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা দিনটি পালন করে শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করে।
সেই সম্মানের চেয়ে অসম্মানই হয় বেশি বিভিন্ন মত বিরোধীদের মাঝে।
বিকেলে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি শেষ হয়।যদিও ভাষা সৈনিকরা প্রায় সবাই ছিলেন মুসলমান কিন্তু তাদের জন্য কোথাও কোন দোয়া বা মাহফিল করা হয় না ।সুতরাং বলা চলে দিনটি ভাষা সৈনিকদের কোনই উপকারে আসে না বা সম্মানেও আসে না শুধু আমাদের নিজেদের মনের তৃপ্তি ছাড়া।
আজকে দিনের সবচেয়ে দুঃখজনক ছিলো বাংলাদেশ পুলিশের ব্যানারে অমর একুশ ভাষা দিবসে ছবি দিয়েছে ৭১ এর মহান মুক্তি যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ছবি ।
এটা ইতিহাস বিকৃতি করা হচ্ছে অথচ সরকার কিছুই বলছে না।
ব্রেকিংনিউজ ….. অত্যন্ত বেদনা দায়ক খবর হচ্ছে সড়ক দুর্ঘটনায় হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের চার ছাত্রনেতা নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আরেকটি দুঃখ জনক ও লজ্জার বিষয় আজকে
প্রধানমন্ত্রীর দেওয়া “একুশে পদক” মেডেল এর বঙ্গাব্দ বানান ই ভুল।
আমাদের সভ্য, ভদ্র হতে হবে তা হলে আমরা এত কষ্টে অর্জিত ভাষার সম্মান কখনওই দিতে পারবো না।