দ্য আজাদ স্টাফ
মুসলিম বিশ্ব ডেস্ক
অবৈধভাবে ভারত দখলকৃত কাশ্মিরের মুসলিম নেতা গোলাম মুহাম্মাদ ভাট কারাগারে ইন্তেকাল করেছেন। ওই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে দেশটির উত্তর প্রদেশের ইলাহাবাদের একটি কারাগারে তাকে বন্দি করে রাখা হয়েছিলেন ।
শনিবার (২১ ডিসেম্বর) কারাগারেই তার মৃত্যু হয় কাশ্মীরের নির্যাতিত এই নেতার।
নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, গোলাম মুহাম্মাদ অসুস্থ। সন্ধ্যায় নৈনি কারাগারে পৌঁছালে আমাদের জানানো হয়েছে, তিনি মারা গেছেন।
গত ৫ আগস্ট অবৈধভাবে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে স্বাধীনতাকামী কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। ওই দিন সকাল থেকে রাজধানী শ্রীনগরসহ গোটা কাশ্মির কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হলেও সম্প্রতি কিছু অঞ্চলে স্বাভাবিক করা হয়েছে। গ্রেফতার করে সাবেক মুখ্যমন্ত্রীসহ কয়েক হাজার স্থানীয় নেতাকর্মীকে বন্দি রাখা হয়েছে। তাদের মধ্যে গোলাম মুহাম্মাদও ছিলেন। উত্তরপ্রদেশে, হরিয়ানা, রাজস্থানসহ দেশের একাধিক জেলে এই মুহূর্তে প্রায় তিনশ’ কাশ্মিরি নেতা বন্দি রয়েছেন। রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকেও বন্দি করে রাখা হয়েছে।