দ্য আজাদ স্টাফ
ভারতে মুসলিম বিরোধী আইন: বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে রাজ্য সরকার
আন্তর্জাতিক ডেস্ক
মুসলিম বিরোধী আইন ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে চলমান বিক্ষোভের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয় উত্তরপ্রদেশে। রাজ্যটিতে এখন পর্যন্ত শিশুসহ ১৮ বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছেন, যেসব বিক্ষোভকারী রাজ্যের সম্পত্তির ক্ষতিসাধন করেছে, তাদের চিহ্নিত করে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এ নিয়ে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার।
এ ছাড়া রাজ্যের সব ধরনের ক্ষয়ক্ষতির অর্থ বিক্ষোভকারীদের কাছ থেকে আদায় করা হবে বলেও জানানো হয়। এমনকি দেশটির বিভিন্ন শহরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে গণগ্রেপ্তার।
এছাড়া এখন পর্যন্ত শিশুসহ অন্তত ২৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।