দ্য আজাদ স্টাফ
যুগান্তর অনলাইন বলছেঃ ‘একিউআই তথা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকা মানের বাতাসের মান খুবই ভালো। আর ৩০১ থেকে ৫০০ এর মধ্যে একিউআই থাকলে তা চরম ক্ষতিকর।
রোববার ১০টায় দিল্লীতে একিউআই রেকর্ড করা হয় ৬২৫, এবং সকাল ১১ টায় তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৮৩২ এ। যে কারণে সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৩২টা ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় দিল্লী এয়ারপোর্ট কর্তৃপক্ষ’।
এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ক্রিকেটারদের খেলতে বাধ্য করা হচ্ছে কি শুধুই প্রভূর প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য? প্রভূ রাষ্ট্র না হয়ে অন্য কোন রাষ্ট্র হলে কি এভাবে খেলতে বাধ্য করা হতো? পাকিস্তানের কথা বাদই দিলাম, আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি প্রভূ রাষ্ট্র ছাড়া অন্য যে কোন দেশে খেলা হলে এতক্ষণে তা বাতিল করা হতো। স্বার্বভৌমত্বের এরকম উপহাস পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া কঠিনই হবে।
লেখকের ফেসবুক থেকে নেওয়া লিঙ্ক (https://m.facebook.com/story.php?story_fbid=121625999262371&id=100042449142311)