দ্য আজাদ স্টাফ
ওয়াসিম ইফতেখার
মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম জিয়াকে ইন্ডিয়ান অথোরিটি অনেকটা প্রকাশ্য শত্রু মনে করে।
শত্রুভাবাপন্ন ভাবার পেছনে যথেষ্ট যুক্তিসংগত কারণ নেই, তা কিন্তু নয়। ইন্ডিয়ানদের আগ্রাসনবাদী নীতি থেকে বাংলাদেশকে রক্ষার্থে যে সব সরল ও জটিল পদক্ষেপ নেয়া উচিৎ তাঁরা সেসব নির্দ্বিধায় নিয়েছিলেন। কারণ তাঁরা ছিলেন বাস্তবিক অর্থেই জাতীয়তাবাদী।
অথচ দেখুন ভারত রাষ্ট্রটি জিয়া ও বেগম জিয়াকে তাদের ভারত সফরে সম্মান জানাতে কোনদিন কমতি করেনি। এমন কি বেগম জিয়া যখন বিরোধী দলে তখনও ইন্ডিয়ানরা সম্মান প্রদর্শণে কুণ্ঠিত ছিলনা। সেই ইন্দিরা জী’র সময় হতে রেড্ডি, নরসীমা রাও বা মনমোহন সিং পর্যন্ত।
চরম প্রতিপক্ষ হবার স্বত্তেও তাঁরাও বাংলাদেশে ঐ সময়ে সর্বচ্চ্য সম্মানই অর্জন করেছেন। এটাকে বলে শিষ্টাচার, এটাই কার্টেসি, ফরেন পলিসি’র নর্মস।
এই যে প্রাপ্য সম্মান অর্জন; তা সম্ভব ছিল, উভয় পক্ষ’র জনসমর্থন ও কৌশলগত শক্তির সঠিক বিন্যাসের ফলাফল।
অস্বীকার করার উপায় নেই ইন্ডিয়ান সরকার আমাদের যত অপ্রিয় হোক; তারা কিন্তু নির্বাচিত ও বলিষ্ঠ। নির্বাচিত সরকারকে জবাবদিহি মূলক হতেই হয়। জবাবদিহি মূলক সরকার বা রাষ্ট্র আসলে নতজানু প্রতিপক্ষকে স্বার্থের চূড়ান্ত প্রয়োজন ব্যতীত গননায় ধরে না। তাই পৃথিবীতে দেশে দেশে করদ রাজ্য’র কর্তাদের গুরু রাজ্য সফর সব সময় সম্মানজনক নাও হতে পারে। করদ রাজ্য’র ভবিতব্য হচ্ছে Being Loyal to Master. প্রভুর বিশ্বস্ততা ধরে রাখা, যে কোন পরিস্থিতিতে।
লেখক : ওয়াসিম ইফতেখার