দ্য আজাদ স্টাফ
মোটরসাইকেলে আগুন: ফখরুল-রিজভীসহ ১৩৫ জনের নামে মামলা
দ্য
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানির আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় ৩টি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে শাহবাগ থানা পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দুই মামলাতেই আসামি করা হয়েছে। একটি মামলায় ৭০ জন ও অপর মামলায় ৬৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান।
তিনি জানান, শাহবাগ থানার এসআই ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বুধবার রাতে পৃথক এ দুটি মামলা দায়ের করে।
এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্টের মাজার গেট, সুপ্রিম কোর্টের মূল ফটক ও বার কাউন্সিলের গেটের সামনে মূল সড়কে ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে এ ঘটনাকে নাশকতা বলে দাবি করে শাহবাগ থানা পুলিশ।