দ্য আজাদ স্টাফ
মোদি সরকারের বিরুদ্ধে এবার রাষ্ট্রপতির কাছে গেলেন বিরোধীরা
দ্য আজাদ ডেস্ক
মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিরোধী নেতারা। মঙ্গলবার বিকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেনতারা।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতারা।
সংশোধিত ওই আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন অংশ জ্বলছে, এখনই তা তুলে না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে জানানো হয়। পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে রাষ্ট্রপতি তাদের আশ্বাস দিয়েছেন বলে পরে জানিয়েছেন সোনিয়া।
রোববার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালায় পুলিশ। তারই প্রতিবাদে সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলের নেতারা।
বিষয়টি নিয়ে তারা যে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন, সেই সময় তা জানিয়ে দেয়া হয়। এরপর এ দিন বিকালে কংগ্রেস নেতা কবিল সিব্বল, একে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা এবং আরজেডি নেতা মনোজকুমার ঝাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভানেত্রী।
সোনিয়া গান্ধী বলেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। উত্তর-পূর্ব থেকে তা দেশের বাকি অংশেও ছড়িয়ে পড়ছে। রাজধানী দিল্লিও বাদ যায়নি। তাই রাষ্ট্রপতিকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছি আমরা।
তিনি আরও বলেন, জামিয়ার ঘটনাও গুরুত্ব দিয়ে দেখতে বলেছি রাষ্ট্রপতিকে। সেখানে মেয়েদের হোস্টেলে পুলিশ ঢুকেছে। প্রতিবাদ সবার গণতান্ত্রিক অধিকার। আন্দোলনকারীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিন্দনীয়।
জোর করে প্রতিবাদী মানুষের মুখ বন্ধ করা হচ্ছে, তাদের প্রতি মোদি সরকারের কোনও সহানুভূতি নেই বলেও অভিযোগ করেন সোনিয়া।