দ্য আজাদ স্টাফ
মোদী টোপ পাকিস্তানি সংখ্যালঘুদের প্রত্যাখান
ড.আসিফ নজরুল
মোদী টোপ দিয়েছিলেন। পাকিস্তানের হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ সহ সকল ধর্মীয় সংখ্যালঘুরা তা দৃঢভাবে প্রত্যাখান করেছেন। বলেছেন নিজের দেশ পাকিস্তান ত্যাগ করে ভারতে যাওয়ার আকাংখা তাদের নেই।
পাকিস্তানে কি আসলে ভালো আছেন তারা? আমার মনে হয়না। বাংলাদেশের চেয়ে পাকিস্তানে তাদের অবস্থা অনেক খারাপ। তবু তারা মর্যাদার প্রশ্নে নিজ দেশের পক্ষ নিয়েছেন। সেনসেটিভ সময়ে সবচেয়ে উপরে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।
সাধুবাদ জানাই পাকিস্তানের সংখ্যালঘু মানুষের দেশপ্রেমকে। পাকিস্তানী শাসকদের উচিত এর যোগ্য প্রতিদান দেয়া।
লেখক ড.আসিফ নজরুল প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়