দ্য আজাদ স্টাফ
দ্য আজাদ ডেস্ক
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিল বিএনপি।
কিন্তু দুই ঘণ্টা আগে তা স্থগিত করে দলটি। বেলা একটায় জানানো হয় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের কারণেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সচরাচর সাংবাদিকদের সামনে মহাসচিব ব্রিফিং করলেও আজ দলের নীতি নির্ধারণী কমিটির সবাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবজমনিকে বলেন, শনিবার আমাদের স্থায়ী কমিটির বৈঠক থাকার কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। এছাড়া আর কোন কারণ নেই। ১৫ দিন পর পর বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সে অনুযায়ী আজ দলটির নীতি নির্ধারনী কমিটির বৈঠক হওয়ার কথা। তবে কেন এর একদিন আগে সংবাদ সম্মেলন ডাকা হল? আবার কেনই বা স্থগিত করা হল? নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থায়ী কমিটির সদস্য জানান, শুক্রবার ছিল আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান। এ কারণে সবার নজর থাকবে সেখানে। এছাড়া একদিন পরে সংবাদ সম্মেলন করলে কাউন্সিল পরবর্তী প্রতিক্রিয়াও জানাতে পারবে তারা। মূলত এসব দিক বিবেচনা করেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির চার নেতাকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর চিন্তা থাকলেও ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের কারণে সম্মেলনে বিএনপির কেউ যাননি।