দ্য আজাদ স্টাফ
রাজপথে নামতে বাধা দিলে বাধবে লড়াই, এ লড়াই জিততে হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এই সরকার দেবে না। যদি এই সরকার থাকে তাহলে খালেদা জিয়ার মুক্তি হবে না।এখন আমরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করবো না সরকার পতনের আন্দোলন করবো। এই সরকারের পতন না হলে খালেদা জিয়া মুক্তি পাবে না। আপনারা কি শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন করবেন তাহলে প্রস্তুত হন।
তিনি বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে যেখানে যাবেন একটাই আওয়াজ পাবেন, শেখ হাসিনার এই সরকার দুর্নীতিবাজ’। জনগণের এখন একটি দাবি শেখ হাসিনা কবে যাবি’। এই শ্লোগানের জন্যই কি আমরা প্রস্তুত? তাহলে আপনারা প্রস্তুতি নেন স্বল্প সময়ের ব্যবধানে ঢাকা মহানগরীতে এত লোক সংগঠিত হতে পারেন যারা আজকে উপস্থিত আছেন তারা যদি ফোন করেন এবং আন্দোলনের মাঠে নামেন তাহলে শেখ হাসিনা থাকার কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করিনা।
গয়েশ্বর বলেন, বহুদিন কষ্ট করেছেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন,, আপনার আশেপাশে অনেক ভাই মারা গেছেন, গুম হয়েছেন। সুতরাং আর গুম-খুনের তালিকা বৃদ্ধি না করে এখনই রাজপথে নামতে হবে। এবং কোন বাধা আসলে সেই বাধা মোকাবেলা করতে হবে। বাধা দিলে বাধবে লড়াই সে লড়াইয়ে জিততে হবে।
বিএনপি নেতা বলেন, আর সরকারের অনুমতি বা পুলিশের অনুমতি নিয়ে সরকারবিরোধী আন্দোলন হয় না। আমাদের এখন মানসিক প্রস্তুতি থাকতে হবে আর কোনো অনুমতি নয়। আমাদের অধিকার আন্দোলনের আমাদের অধিকার সমাবেশের আমাদের অধিকার মিছিলের আমরা কার কাছে অনুমতি চাইব।
গয়েশ্বর বলেন, আজকের এই সরকার শেখ হাসিনার নিশি রাতের পাখি। তিনি নিশিরাতে মানুষের ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায়। এদেশের জনগণের উপরে তার কোন উত্তর নেই।তার ক্ষমতায় থাকতে হলে যাদের প্রতি তার দরদ আছে বিশাল শক্তিশালী প্রতিবেশী দেশ। তাদের ইচ্ছা পূরণে একমাত্র তার দায়িত্ব। তাদের স্বার্থ পূরণ একমাত্র দায়িত্ব।আস